উখিয়ায় মাদক কারবারি ফিরোজ ইয়াবাসহ আটক

উখিয়া প্রতিনিধি •

একজন মাদক কারবারি বস্তার ভিতর কৌশলে মাদক পাচারকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের একটি আভিযানিক দল উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছেন।

আটককৃত যুবক উখিয়া উপজেলার রাজাপালং ইউপিস্থ বটতলী পশ্চিম সিকদারবিল এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে মো. ফিরোজ (২৫)।

রবিবার (১২ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাযায় যে উখিয়া স্টেশনে মাদক ক্রয় বিক্রয় হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিএনসি টেকনাফ বিশেষ জোনের একটি অভিযানিক দল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া স্টেশনের প্রধান সড়কে জলিল প্লাজার আরাফাত হোটেলের নিচতলা পালং প্রিন্টাস নামীয় দোকানের সামনে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, ফিরোজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন, মাদক আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

আরও খবর