চট্টগ্রাম •
চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন শাহ আমানত ব্রিজ এলাকায় ১১ হাজার ইয়াবাসহ মো. রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ মার্চ) বিকাল ৪টায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব সাতকানিয়ার মাইজপাড়া এলাকার মো. শফি ইসলামের ছেলে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, শুক্রবার ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের শাহ আমানত এলাকায় তল্লাশির সময় বাস থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার লাগেজে পাওয়া যায় ১০ হাজার ৯০০টি ইয়াবা। ইয়াবাগুলো পলিব্যাগ দিয়ে মোড়ানো ছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-