উখিয়ার গভীররাতে প্রশাসনের অভিযান: হেলালের ডাম্পার জব্দ!

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় দীর্ঘদিন যাবত মাটি কেটে পাহাড় সাবাড় করছে একটি সংঘবদ্ধ চক্র। যার নেতৃত্বে রয়েছে স্থানীয়দের কাছে প্রভাবশালী খ্যাত হেলাল। প্রশাসন ও বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত সোনাইছড়ি এলাকার পাহাড়ের মাটি ও বালি পাচার করে আসছে তার নেতৃত্বে সংঘবদ্ধ চক্রের সদস্যরা। এমন তথ্যের ভিত্তিতে হেলালের সিন্ডিকেটের দৌরাত্ম্য থামাতে মাঠে নেমে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

বুধবার গভীররাত ২টার সময় জালিয়াপালং বিটের সোনাইছড়ি এলাকায় বনবিভাগ ও থানা পুলিশের সহযোগিতায় অবৈধভাবে মাটি পাচারের সময় ধৃত করা হয় একটি ডাম্পার। উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানের উপস্থিতি লক্ষ্য করে বেপরোয়াভাবে ড্রাইভিং করে পালানোর চেষ্টা করলে নিদানিয়া এলাকায় গিয়ে ধৃত করা হয় ডাম্পারটি। অভিযানে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে জালিয়াপালং বিট কর্মকর্তা বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে মাটি পাচারের সময় জালিয়াপালং সোনাইছড়ি এলাকায় একটি ডাম্পার ধৃত করে পশ্চিম সোনারপাড়া এলাকায় জব্দ করা হয়। অবৈধভাবে মাটি পাচারকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে।”

আরও খবর