নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটা রোধ এবং বনায়ন ধ্বংস রোধের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের উদ্যোগে উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজিব।
এসময় তিনি বলেন, পাহাড় কাটা ও বনায়ন ধ্বংসের কারণে প্রাকৃতিক প্রতিবেশ ও জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
তাই পাহাড় ও বনভূমি রক্ষায় আমাদের সমন্বিত উদ্যোগ নিতে হবে। বনবিভাগ ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতায় সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই অপরাধীদের রুখে দেয়া সম্ভব হবে।
তিনি বলেন, সরকার পাহাড় কাটার বিরুদ্ধে শাস্তির বিধান রেখেছে। যারা আইন অমান্য করে পাহাড় সাবাড় করছে সেসব পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হামজা, সাবেক ইউপি সদস্য শাহাজাহান, উখিয়া সদরের বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামান, দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন ও বনবিভাগের অন্যান্য কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-