ঐতিহাসিক ৭ মার্চ দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উখিয়া থানা পুলিশের পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহাসিক ৭ মার্চ দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার(৭ মার্চ) সকালে কক্সবাজার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা ও উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উখিয়া থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর