বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার জার্নাল রিপোর্ট •

কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।

এ সময় তার কাছ থেকে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

আটক হয়েছেন: উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা আমির হামজার ছেলর সাদ্দাম হোসেন (৩১)।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।

আরও খবর