মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ সম্পন্ন

ইমরান আল মাহমুদ:
উখিয়া উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও,সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন(অব) আব্দুস সোবহান। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। তিনি বলেন,”আজকে যারা পুরষ্কার পেয়েছো তাদের অভিনন্দন এবং যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওনি তাদের একটা কথা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, হারা থেকেই জয়ের আকাঙ্খা তৈরি হয়। তাই আগামীর জন্য প্রস্তুত থাকতে হবে। হেরে যাওয়ার পর কখনো ভেঙে পড়া যাবেনা।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম,নির্বাচন অফিসার মুহাম্মদ ইরফান উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফুর রহমান মানিক। সঞ্চালনা করেন মিলন বড়ুয়া।

আরও খবর