আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটক মাদক কারবারি উপজেলার পালংখালীর নলবনিয়ার জাকির হোসেনের পুত্র আবদুর শুক্কুর (৩৬)।
গতকাল ৩রা মার্চ (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উখিয়ার বালুখালী মরাগাছ তলা ক্যাম্প-১১ সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকস আভিযানিক দল মাদক কেনা-বেচার খবরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে মোট ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে জিজ্ঞাসাবাদে জানায়, আটক মাদক কারবারি ও পলাতক ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলো বলে জানায়।
ধৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-