উখিয়ায় মাদক বিক্রির আগেই ধরা পড়লো যুবক: মিললো ৩০ হাজার ইয়াবা

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •

কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটক মাদক কারবারি উপজেলার পালংখালীর নলবনিয়ার জাকির হোসেনের পুত্র আবদুর শুক্কুর (৩৬)।

গতকাল ৩রা মার্চ (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উখিয়ার বালুখালী মরাগাছ তলা ক্যাম্প-১১ সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল মাদক কেনা-বেচার খবরে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে মোট ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে জিজ্ঞাসাবাদে জানায়, আটক মাদক কারবারি ও পলাতক ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেটগুলো টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রয় করে বেশি দামে বিক্রয় করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলো বলে জানায়।

ধৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

আরও খবর