টেকনাফে ইয়াবাসহ মানবাধিকার কমিশনের নেতা গ্রেফতার

ডেস্ক রিপোর্ট •

তিনি পেশায় একজন মাদক কারবারি হলেও পরিচয় দিয়ে বেড়ান মানবাধিকার কর্মী হিসেবে। অবশেষে দেরীতে হলেও ৩ হাজার ইয়াবাসহ র‍্যাবের হাতে আটক হয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর কমিটির যুগ্ন সম্পাদক ও চিহ্নিত মাদককারবারী জসিম উদ্দীন (৪০)।

সে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার মৃত নাছিমের ছেলে।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এক বার্তায় জানান, বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হৃীলা বাজারের দক্ষিনে এস আলম কাউন্টারের সামনে ইয়াবাসহ একজন মাদক কারবারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দ্বীর্ঘ বছর ধরে মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এদিকে খোঁজ নিয়ে জানাযায়, ধৃত জসিম উদ্দীন উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা হলেও সে বাংলাদেশ মানবাধিকার কমিশন নামের একটি সংগঠনের পৌর কমিটির যুগ্ন সম্পাদক হিসেবে ২৫ নাম্বারে তার নাম রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সংগঠনের উপজেলা কমিটির সিনিয়র এক নেতা বলেন, পৌর কমিটি নামে হলেও অধিকাংশ সদস্য বিভিন্ন ইউনিয়নের। এই কমিটির বিভিন্ন সদস্যদের ব্যাপারে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ শোনা যায়। অর্থের বিনিময়ে অপকর্ম ঢাকতে বিভিন্ন অপরাধীদের কমিটিতে স্থান করে দিয়েছে বলে জনশ্রুতি রয়েছে। এসব বিষয় কেন্দ্রীয় মহা-সচিবকে অবগত করা হয়েছে।

এছাড়াও পৌর কমিটির কথিত শীর্ষ নেতার বিরুদ্ধেও মানবাধিকার লংগন ও মাদক কারবারীদের আশ্রয় পশ্রয় দেয়ার বিভিন্ন অভিযোগ রয়েছে।

আরও খবর