আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের ইমাম হত্যার এক সপ্তাহের মাথায় মোহাম্মদ রফিক (৪০) নামে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে এ ঘটনা ঘটেছে। নিহত রফিক ওই ক্যাম্পের দিল মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
তিনি জানান, জুমার নামাজের আগে ১০ থেকে ১৫জনের একটি মুখোশধারী দল হঠাৎ রোহিঙ্গা যুবক রফিককে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে বেসরকারি সংস্থা পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলেন জানান ওসি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-