উখিয়ায় গভীর রাতে আগুনে পুড়ল ৫ দোকান

কক্সবাজার জার্নাল প্রতিবেদক •

কক্সবাজারের উখিয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৪-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

৩ মার্চ (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়া কেন্দ্রীয় শহিদ মিনারের বিপরিতে হক মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷

স্থানীয়রা জানান, গত রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে পরে ফায়ার সার্ভিসকে খরব দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় সেলুন, ছুলামু্ড়ি ও ৩টি ভাঙ্গারীর দোকান পু্ড়ে যায়। তবে আগুন নিয়ন্ত্রণ হওয়ায় পাশ্ববর্তী দোকানগুলো আগুন থেকে বেঁচে যায়।

মার্কেটের মালিক নুরুল হক কক্সবাজার জার্নালকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খরব দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা না হলে আরো অনেক দোকান ক্ষতিগ্রস্ত হতো। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে। এই অগ্নিকাণ্ডে প্রায় ১৪-১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমাম,তপন ও বশর জানান, অগ্নিকাণ্ডে আমাদের দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়। তারা স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসনের সহযোগিতা চান।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক কক্সবাজার জার্নালকে বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

তিনি বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।

আরও খবর