টেকনাফে দুই যুবকের লাশ উদ্ধার

টেকনাফ অফিস •

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডে পৃথক ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার লাশ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- উত্তর আলীখালীর মৃত অলী হোসেনের ছেলে নজির আহাম্মদ (৩৫) ও হোয়াইক্যং ইউপির ওয়াজ করিমের ছেলে ফয়েজ করিম।

নিহত নজির আহাম্মদের বড় ভাই ছৈয়দ আহাম্মদ জানান, বুধবার রাতে স্থানীয় সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রসহ দলবল নিয়ে আমার ভাইকে পোলট্রি খামার থেকে বের করে অস্ত্রের মুখে জিম্মি করে খামারের পাশে নিয়ে গুলি করে পাশের একটি পানির কূপে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি এনজিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে পথেই তার মৃত্যু হয়। তার দুইটি কন্যা সন্তান রয়েছে।

তিনি আরও বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি তাদের যথাযথ বিচার দাবি করছি।

অপরদিকে একই দিন দুপুরে রঙ্গিখালী স্কুলপাড়ার মালয়েশিয়া প্রবাসী মৌলভী কবিরের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় বিদ্যুতের তারে শর্ট লেগে হোয়াইক্যং ইউপির ওয়াজ করিমের ছেলে ফয়েজ করিম ঘটনাস্থলেই মারা যান। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দীন মজুমদার।

আরও খবর