আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল •
কক্সবাজার শহরে অভিযান পরিচালনা করে ৮ হাজার ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২রা মার্চ (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার লালদিঘীর পশ্চিম পাড়স্থ বুট পালিশ মার্কেটের সামনে বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক কারবারি মহেশখালীর মাতারবাড়ির হংসি মিয়াজীর পাড়া এলাকার মৃত শাহ আলমের পুত্র আরমান হোসেন ছোটন (৩৬)।
তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের চৌকস আভিযানিক দল সদর থানাধীন পৌরসভার লালদিঘীর পশ্চিম পাড়স্থ বুট পালিশ মার্কেটের সামনে বঙ্গবন্ধু সড়কে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন, পুলিশের টের পেয়ে অজ্ঞাতনামা আসামীরা কৌশলে পালিয়ে যায়। অজ্ঞাতনামা পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং উক্ত বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-