উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ সম্পন্ন

ইমরান আল মাহমুদ:
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার(২ মার্চ) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়ার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবুল হোসেন সিরাজী। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ। তিনি বলেন,”একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষের জন্য ক্রীড়ার সাথে জড়িত থাকা একান্ত জরুরি। খেলাধুলা মানুষকে শারিরীক ও মানসিকভাবে সুস্থ সবল করে। ক্রীড়া শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ও জীবন ধারণের মৌলিক বিষয়। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকলকে যেমন আনন্দ দিবে তেমনি সবার মাঝে ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন,যুব উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, সাংবাদিক ফারুক আহমদ সহ প্রমুখ।

আরও খবর