টেকনাফে সাজা এড়াতে ৬ বছর পলাতক যুবক: অবশেষে পুলিশের জালে

টেকনাফ অফিস •


টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে ৬ বছর পালিয়ে থাকা একাধিক মামলা ও অস্ত্র আইনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নুরুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শামলাপুর দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি নুরুল আলম টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার ইজ্জত আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর