বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি •

কক্সবাজার-টেকনাফ সড়ক সংলগ্ন কুমির প্রজেক্টের প্রবেশ মুখে যাত্রীবাহী গাড়ি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর কাদের(২১)ও কেফায়েত উল্লাহ(১৭)।

আটককৃত দুই রোহিঙ্গা তরুণকে রাতে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।

সোমবার (২৭ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আল আমিন।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানা বলেন, আটককৃত দুই রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর