রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ২ আরসা সদস্য আটক

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের বাসিন্দা মৃত সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম (৩৪) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে ইব্রাহিম (৩০)। ধৃতদের দুপুরে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৭ ফেব্রুয়ারি) উখিয়া থানাধীন ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এলাকায় র‌্যাব ও ৮ এপিবিএন এর যৌথ অভিযান চালিয়ে আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার আরসার দুই সদস্যকে উখিয়া থানায় তদন্তাধীন মামলায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর