উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নবগঠিত পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি শাহীন আক্তার।
প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রঞ্জন বড়ুয়া রাজন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন মহিন।

সভায় হাসপাতালের সুচিকিৎসা নিশ্চিত ও ভোগান্তি কমিয়ে সেবার মান বাড়ানোর বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

আরও খবর