কক্সবাজার জার্নাল রিপোর্ট •
- প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলে এমপি শাহীন আকতার-বদি
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে ভবনটির নির্মানকাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) সকালে ভবনটি উদ্বোধন করেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার।
বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। তিনি বলেন,” উখিয়া উপজেলার আনাচে কানাচে প্রতিটি বিদ্যালয়ে ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে। এমনকি শাহজাহান চৌধুরীর আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়েও দুটি ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে। আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে উখিয়ার শিক্ষাব্যবস্থার উন্নতির কথা চিন্তা করে ভবন নির্মাণ করে দিয়েছি এমপিও বা নন এমপিও সব প্রতিষ্ঠানে। যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার ব্যাঘাত না ঘটে সেদিকটা সবসময় চিন্তা করেছি।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাবেক এমপি বদি বলেন,”তুমরা এ ভবনে পড়ালেখা করে এমপি হবে,উপজেলা চেয়ারম্যান হবে,মহিলা ভাইস চেয়ারম্যান হবে। তাই সবার আগে পড়ালেখা করতে হবে। আমি এমপি থাকি বা না থাকি তোমাদের পাশে সবসময় থাকবো।”
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ বদরুল আলম,উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী,রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী,শিক্ষানুরাগী শামসুল আলম সোহাগ,সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম সহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার পাল।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জালিয়াপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-