করোনা ভাইরাসে আক্রান্ত হলেন প্রতিমন্ত্রী পলক!

কক্সবাজার জার্নাল ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সকালে তার ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গত কয়েকদিন তার সংস্পর্শে থাকা সবাইকে নমুনা পরীক্ষা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান প্রতিমন্ত্রী পলক। এ নিয়ে ভেরিফাইড পেইজে লিখেছেন–
“আজ মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।


বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।
গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।”

আরও খবর