শেখ মোহাম্মদ জামাল উদ্দিনের কবিতা সুখ-দুখ


কেটেছে কুয়াশার মেঘ হৃদয় পেয়েছে বেগ
জীবনে এসেছে গতি।
বসন্তের আগমন আনচান দিনমান
ফাগুন জ্বেলেছে বাতি।
এই মাসের এই দিন না জানা কোন ক্ষণ
পেয়েছো ধরার বাতাস।
তোমার যত ক্রন্দন স্বজন দের খুশিমন
পেয়েছো মুক্ত আকাশ।

হাসিখুশি মুখখানা আহ্লাদে আটখানা
সমীরণে সদা হও সুখি।
ব্যাথার সাগরে ভেসে৷ অসময়ে কীট এসে
করেছে সাময়িক দুখি।
বাধার পাহাড় যেচে সময় যে যায় নেচে
দিনে দিনে বড় হও পদে।
ভরপুর ভালোবাসা পূর্ণতায় যত আশা
সুস্বপ্নে বিভোর থাক নিদে।
আমি এক নগন্য ব্যর্থতায় হই ধন্য
মনেতে নেই কোন ছন্দ।
ভালো কিনা মন্দ মনে বড় দ্বন্দ্ব
হারিয়েছে সব যত আনন্দ।

এই আমি আছি বেশ সাথে সুখ স্মৃতি রেশ
বুঁদ হয়ে হাতড়াতে চাই।
আমিতো আমায় নেই হারিয়ে সব খেই
নিজে নিজে নিজেকে ভেংচাই।

💙💚💛❤️❤️💛💚💙
✍️ শেখ মোহাম্মদ জামাল উদ্দিন
রায়শ্রী, শাহরাস্তি, চাঁদপুর।