সৈয়দুল কাদের •
কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচন কাল ২৫ ফেব্রুয়ারী। পৃথক দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৭ টি পদে ৩৪ জন প্রার্থী। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ বাকের। নির্বাচন সকল আইনজীবির জন্য উৎসবে পরিণত হবে বলে দাবী করেছেন তিনি।
নির্বাচন কমিশনার এর দেওয়া তথ্যমতে, চকরিয়া ও কক্সবাজার দুইটি পৃথক কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এর মধ্যে চকরিয়া কেন্দ্রে ভোটার সংখ্যা ৬৮ জন। কক্সবাজার কেন্দ্রে ভোটার সংখ্যা ৭৫৪ জন। আইনজীবী সমিতিতে ভোটার রয়েছেন ৮৫৪ জন। সকাল ৯টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সভাপতি পদে লড়ছেন এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সাহেল), সাধারণ সম্পাদক পদে লড়ছেন এডভোকেট মোহাম্মদ তারেক। এই প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে এডভোকেট মোঃ জাকারিয়া, সহ-সভাপতি পদে এডভোকেট আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট নুরুল ইসলাম সায়েম, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মোঃ আখতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট মোঃ মহিউদ্দিন, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট ফরহাদ আহমদ. জ্যৈষ্ঠ আইনজীবীদের নির্বাহী সদস্যের পাঁচটি পদে এডভোকেট মোহাম্মদ ইসহাক (১), এডভোকেট নুরুল আমিন, এডভোকেট কফিল উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী। জুনিয়র নির্বাহী সদস্য পদে এডভোকেট টুটুল পাল, অ্যাডভোকেট জালাল উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদৌস আলম ও এডভোকেট মীর কাসেম উদ্দিন।
আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি পদে এডঃ সিরাজুল ইসলাম-৪, সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবু তাহের সিকদার, সিনিয়র সহ-সভাপতি পদে লড়ছেন এডভোকেট মোঃ কাসেম আলী, সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) পদে এডভোকেট মোঃ আব্দুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মোঃ মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ শাহীন, আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট শেফাউল করিম রানা, সিনিয়র আইনজীবীদের নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট দিল মোহাম্মদ চৌধুরী, এডভোকেট মোশতাক আহমদ চৌধুরী, এডভোকেট আমির হোসেন (২) এডভোকেট আব্দুল্লাহ, এডভোকেট মোঃ তৌহিদুল আনোয়ার। নবীন আইনজীবীদের নির্বাহী সদস্যের চারটি পদে এডভোকেট এম এম ইমরুল শরীফ, এডভোকেট জাহাঙ্গীর আলম (৪) ও অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন।
সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এখন প্রবীণ আইনজীবীর সংখ্যা ৩০ জনের বেশী হবে না। তরুণ ও নবীন আইনজীবীরা নির্বাচনে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সভাপতি প্রার্থী এডভোকেট ইকবালুর রশিদ আমিন (সাহেল) বলেন, আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি। আমি বিগত সময়ে দায়িত্বপালনকালে আইনজীবীদের স্বার্থে কাজ করেছি। অবকামাঠো উন্নয়নসহ অনেক উন্নয়ন হয়েছে। যার সুফল ভোগ করছেন আইনজীবীরা। আমাদের প্যানেল সরকার সমর্থিত। তাই উন্নয়নে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিকল্প নেই।
আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এডঃ সিরাজুল ইসলাম বলেন, জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনজীবী সমিতির সকল উন্নয়ন কাজে সাধারণ আইনজীবীদের সম্পৃক্ত করে কাজ করব। এছাড়া দূর্নীতিমুক্ত বেঞ্চ ও বার যাতে পরিচালিত হয় সে ব্যাপারে সোচ্চার থাকব।
এদিকে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনেক আইনজীবীই সরাসরি মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন। কয়েকজন আইনজীবীর সাথে কথা বললেও তাঁরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাদের মাধ্যমে উন্নয়ন হবে এবং সকল আইনজীবীর স্বার্থ রক্ষা হবে এমন প্যানেলকেই তাঁরা ভোট দেবেন। তবে নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বীতা মুলক হবে মনে করছেন এসব আইনজীবী।
নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবি এডঃ মোহাম্মদ বারেক জানিয়েছেন নির্বাচনের পরে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া চৌকি আইনজীবি সমিতি থেকে মোট ৩ জন সদস্য কো-আপ্ট করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-