এডিসি আমিন আল পারভেজকে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখার সম্মাননা স্মারক প্রদান

সংবাদ বিজ্ঞপ্তি •

উপসচিব হিসেবে পদোন্নতি ও বদলীজনিত বিদায় উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো: আমিন আল পারভেজকে সম্মাননা স্মারক প্রদান করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কক্সবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষে এসময় উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ সভাপতি সাইফুর রহিম শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক লিটন মল্লিক, তথ্য ও গবেষণা সম্পাদক হারুনুর রশিদ, প্রকল্প বিষয়ক সম্পাদক আবুল মঞ্জুর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিরাজুল হক চৌধুরী, সদস্য এডভোকেট জাহেদুল ইসলাম, উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব নুরুল আবছার চৌধুরী প্রমুখ। সম্মাননা স্মারক প্রদানকালে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এডিসি আমিন আল পারভেজ ইতোপূর্বে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে বদলী হয়েছেন।

আরও খবর