টেকনাফে সৈকত পাড়ের চটপটির দোকানদার ইয়াবাসহ আটক

টেকনাফ প্রতিনিধি •

টেকনাফে সৈকত পাড়ের চটপটির দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিল জহির আহমদ (৩৭)। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।

মঙ্গলবার রাতে টেকনাফ মেরিন ড্রাইভ এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ জহির ও তার সহযোগী করিম উল্লাহ(২৫) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ।

জহির টেকনাফ সদরের খোনকার পাড়া এলাকার আব্দুস শুক্কুরের ছেলে এবং একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে করিম উল্লাহ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা।

তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জহির আহমদ ও তার সহযোগী করিম উল্লাহকে ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক করা হয়।

চটপটির দোকানদার জহির টেকনাফের একটি শীর্ষ ইয়াবা সিন্ডিকেটের মূল হোতা। সে আটক হওয়ায় তার সিন্ডিকেট সদস্যদের শনাক্ত করা সম্ভব হবে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেছে।

আরও খবর