নিজের বসতঘরে মিললো রোহিঙ্গার লাশ

আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরের মেঝে থেকে মো: ইলিয়াছ (২৮) নামের এক জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে ক্যাম্প-১ ইষ্ট, ব্লক-ই/৪ এর মামুন রশিদের ছেলে।

২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বলেন , বাড়ির মেঝেতে রোহিঙ্গা লাশ পড়ে আছে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইলিয়াছের ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে এখনো সঠিক তথ্য জানা যায়নি। তদন্ত অব্যাহত আছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

আরও খবর