ডেস্ক রিপোর্ট •
রাজধানীর আদাবর এলাকা থেকে ২ হাজার ৯শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিনিসহ একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছেন।
ঢাকা মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এশারত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রবিবার ওই ছাত্রীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকা থেকে জারাকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, আয়েশা ছিদ্দিকা রুমা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে পদার্থ বিজ্ঞানের ছাত্রী। তিনি এবং তার পরিবার মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পথে ঢাকায় ইয়াবা নিয়ে এসে পড়ালেখার আড়ালে মাদকের ব্যবসা করতেন। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ এলাকায় হওয়ায় স্বল্প মূল্যে ইয়াবা কিনেস রাজধানীতে এনে বিক্রি করে আসছিলেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার ও টেকনাফ থেকে মাদক এনে তা রাজধানীর বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করতেন তিনি। তরুণী সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মাদক আইনে মামলা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-