টেকনাফ অফিস:
চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবাসহ টেকনাফের হাফেজ উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা বলে র্যাব জানায়।
আটককৃত ব্যক্তি মো হাফেজ উল্লাহ (৬৩) টেকনাফ থানার ডেইল পাড়া গ্রামের মৃত তমিম গোলালের পুত্র।
তিনি টেকনাফ উপজেলা আ.মীলীগ নেতা হিসাবে সকলের কাছে খুব পরিচিত।
১৯ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৩ টার দিকে চট্রগ্রাম কর্ণফুলী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৭’র মিডিয়া কর্মকর্তা।
উক্ত কর্মকর্তা ২০ ফেব্রুয়ারী (সোমবার) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মিদের জানায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী পাকা রাস্তার উপর র্যাব-৭’র একটি চৌকষ দল অস্থায়ী চেকপোষ্টে একটি গাড়ী তল্লাশী করার সময় ধৃত কারবারী গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। এরপর তার কাছ থেকে ৫ হাজার ১ শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামী তার স্বীকারোক্তীতে র্যাবের কাছে বলেছে সে নাকি দীর্ঘদিন যাবৎ ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট বিক্রয় করে থাকে। আটক মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনি পদক্ষেপ শেষ করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-