মিয়ানমার থেকে পাচারকালে আইস ও জালসহ নৌকা জব্দ

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে ২ বিজিবি। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জানা যায়, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে মিয়ানমার হতে মাদকের একটি চালান পাচারের খবর পেয়ে নাফনদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয় বিজিবি। এসময় দুই ব্যক্তি একটি কাঠের নৌকা করে মিয়ানমার থেকে বাংলাদেশে আসার সময় বিজিবির উপস্থিতি টেরপেয়ে ওই দুই আরোহী নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি চালিয়ে জালের সাথে মোড়ানো ১ কেজি ৩৫৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ১০ কেজি ওজনের সুতার জালসহ নৌকাটি জব্দ করা হয়।

এ ব্যাপারে ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল খালিদ মোহাম্মদ ইফতেখা জানান, জব্দকৃত নৌকা ও জাল টেকনাফ শুল্ক গুদামে জমা প্রদান শেষে মাদক গুলো পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে।

আরও খবর