চট্টগ্রাম •
চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ জিসান (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় উপজেলার পদুয়া বাজারের দক্ষিণ পাশে আরকান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান পদুয়া নাওঘাটা এলাকার সরওয়ারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন জিসানের চাচাতো ভাই আবদুর রহিম। তিনি ও প্রত্যক্ষদর্শী লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রায়হান সিকদার পূর্বকোণকে বলেন, জিসান মোটরসাইকেলযোগে পদুয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ওই সময়ে একই দিক থেকে আসা চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে। পরে ঘটনাস্থলেই মারা যান জিসান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-