ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বান্দরবা‌ন প্রতিনিধি •

বান্দরবা‌নের মেম্বার পাড়া থে‌কে ইয়াবাসহ নয়ন চৌধরী ও তার স্ত্রী বে‌বি চৌধুরীকে আটক ক‌রে‌ছে এপি‌বিএন।

র‌বিবার (১৯ ‌ফেব্রুয়ারি) ভোরে মেম্বার পাড়া থেকে তাদের আটক করা হয়।

এপি‌বিএন-২ এর অধিনায়ক উপপ‌রিদর্শক মহিউদ্দিন আহমেদ জানান, সংবাদ পেয়ে মাদক বিরোধী অভিযান চালানো হয়। ভোরে মেম্বার পাড়া থে‌কে নয়ন চৌধুরী (৪৫) ও তার স্ত্রী বেবি চৌধুরী ওরফে ম্রামুয় চিং মার্মাকে আটক ক‌রা হয়। প‌রে নয়ন চৌধুরী‌র কাছ থেকে ৩৫৫ পিস ও বে‌বির কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তা‌দের কাছ থে‌কে ৫‌টি মোবাইল ফোন জব্দ করা হ‌য়ে‌ছে।

তিনি আরও জানান, বান্দরবান সদর থানায় তাদের বিরুদ্ধে পরে মামলা করা হয়েছে।

আরও খবর