নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজারের উখিয়ায় আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির গাছ ভর্তি একটি গাড়ি জব্দ করেছে বনবিভাগ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বনবিভাগের আওতাধীন থাইংখালীর বিট কর্মকর্তা বিকাশ দাশের নেতৃত্বে একদল বনকর্মী গাড়িটি জব্দ করেন।
বনবিভাগ সূত্র জানায়, পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার সামাজিক বনায়ন থেকে কেটে গাছ গুলো মিনি ট্রাকে করে পাচার করছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থাইংখালীর বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছ গুলো জব্দ করা হয়েছে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, পালংখালীর হাকিম পাড়া এলাকার মৃত ইলিয়াসের পুত্র সাহাব উদ্দিন ও আবদু শুক্কুর মিস্ত্রির পুত্র আবু ছৈয়দ সামাজিক বনায়ন থেকে গাছগুলো কেটে পাচার করছিলেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-