টেকনাফে বিদেশি মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

টেকনাফ প্রতিনিধি •


কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিয়ার ক্যানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১৭ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের দৈংগাকাটারের এক ব্রিক ফিল্ডের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আলীখালীর ছাইদ হোসেনের ছেলে মো. ইব্রাহিম (৩৩) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিল এলাকার বদিউর রহমানের ছেলে আয়ুব আলী (২৬)।

কক্সবাজার র‌্যাব-১৫’র সিনিয়র সহকারী পরিচালক (ল’ এণ্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে ৯৬ ক্যান বিদেশি বিয়ার ও ১২টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে মাদকগুলো সংগ্রহ করে বিক্রয় করার উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল বলে জানায়। তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর