অনলাইন ডেস্ক •
নৌকায় করে ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছে ৬৯ রোহিঙ্গা। নৌকাটি বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের আচেহ প্রদেশে পৌঁছায় বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রোহিঙ্গারা বাংলাদেশ থেকে সেখানে গেছে। খবর রয়টার্সের
বৃহস্পতিবার আচেহে পৌঁছানো রোহিঙ্গারা বাংলাদেশ থেকে গেছেন দাবি করে আচেহ অঞ্চলের জেলে সম্প্রদায়ের জ্যেষ্ঠ সদস্য মিফাত কুত আদে বলেন, তারা সবাই বিধ্বস্ত অবস্থায় ছিল।
এ দলের একজন ১৫ বছর বয়সী কিশোর শরিফুদ্দিন রয়টার্সকে বলেছে, তারা বাংলাদেশ থেকে এসেছে। সাগরে তাদের খাবার ও পানি ছাড়া ১৫ দিন থাকতে হয়েছে।
ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর স্থানীয় একটি গ্রামের লোকজন খাবার ও পানি নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ান। গ্রামটির প্রধান জানান, ওই রোহিঙ্গারা ইন্দোনেশিয়ায় আসার উদ্দেশ্যেই সাগর পাড়ি দিয়েছেন। নৌকায় কোনো সমস্যার কারণে তারা সেখানে পৌঁছেছে, বিষয়টি এমন নয়।
এর আগে ২০২২ সালে ৫০০ জনের বেশি রোহিঙ্গা সাগর পাড়ি দিয়ে আচেহ প্রদেশে আশ্রয় নেয়। সর্বশেষ গত জানুয়ারির শুরুর দিকে একটি নৌকায় করে ১৮৫ রোহিঙ্গা প্রদেশটির উপকূলে কুয়ালা জিজিয়েং সৈকতে পৌঁছান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-