উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীতে কথিত আশার আলো মানব কল্যাণ প্রকল্প নামের নামসর্বস্ব সমিতির কর্ণধার স্থানীয় জনৈক সুমন শর্মা সংগঠন পরিচালনা করছে বলে লোকমুখে শোনা যায়।
আমি নিম্নস্বাক্ষরকারী উখিয়া সদরে অবস্থিত লোকনাথ বনমালী জ্যোতিষ কার্যালয়ের পরিচালক জ্যোতিষ জ্ঞানী মিলন আচার্য্য ( তান্ত্রিক) বিগত কয়েক যুগ ধরে সুনামের সহিত জ্যোতিষ কার্যক্রম ও গ্রহপূজা সহ এ সংক্রান্ত সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করে আসছি। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্চ সোসাইটি কক্সবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্চ সোসাইটির কেন্দ্রীয় কমিটি ঢাকা এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি।
বিগত ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার উক্ত সুমন শর্মার আহবানে তার বাড়িতে গ্রহপূজা করতে যায়। পূজা শেষ করে চলে আসার সময় সুমন শর্মা আশার আলো মানব কল্যাণ প্রকল্পের কার্যক্রম দেখাবে বলে একটি স্থানে কিছু সদস্যদের কাছে নিয়ে যায়। উক্ত স্থানে আমার অপরিচিত এবং অবগত নয়। সেখানে কিছু নারী পুরুষ সদস্যদের সামনে আমাকে হিন্দু সম্প্রদায়ের আচার্য্য ব্রাহ্মণ বলে পরিচয় করিয়ে দেয়। এর কিছুক্ষণ পর আমি উখিয়া চলে আসি।
এর দুই তিন দিন পর জানতে পারি উক্ত সুমন শর্মা লোকচক্ষুর আড়াল হতে পরিবার নিয়ে উধাও হয়। তার মোবাইলের সংযোগ বন্ধ করে দেয়। ফলে বিভিন্ন লোকজন আমার মোবাইলে যোগাযোগ করছে। আমি বিভিন্ন সূত্রে জানতে জানতে পারি সুমন শর্মা সুকৌশলে প্রতারণার আশ্রয় নিতে আমার অগোচরে ও অনুমতি না নিয়ে বিভিন্ন নারী-পুরুষকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার দেয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাইনবোর্ড ব্যানার ও ফেস্টুনে আমার নাম ব্যবহার করে তার মনগড়া বানোয়াট সংঘটনে আমার নামে পদ-পদবি জুড়িয়ে দেয় যা আমি মোটেও অবগত নয়।
বিভিন্ন লোকজন ফোনে এ বিষয়ে জানতে চাইলে হতবাক ও আশ্চর্য হয়।
এসব বিষয়ে সুমন শর্মার কাছে জানতে তার ফোনে যোগাযোগ করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং থাইংখালীতে বসবাসরত ও তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করলে তার অবস্থানের খবর বা হদিস পাচ্ছে না বলে আমাকে জানায়।
সুতরাং আমার তার উক্ত সংগঠনের সাথে আমার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ অবান্তর ও উদ্দেশ্যমূলক ও স্বার্থ হাসিলের জন্য। এতে বিভ্রান্ত ও বিশ্বাস না হওয়ার জন্য স্থানীয় লোকজন, উক্ত সংগঠনের সদস্য, জনপ্রতিনিধি, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি ও দৃষ্টি আকর্ষণ করছি।
অনুরোধক্রমে
জ্যোতিষ জ্ঞানী মিলন আচার্য্য (তান্ত্রিক)
উখিয়া সদর
01814722525
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-