কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের আদালত চত্বরে সংঘটিত বহুল আলোচিত ‘গণধর্ষণ’ মামলার বাদী রুনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজের বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া রুমা আক্তার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, বিজ্ঞ আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা ৩০/২৩ নাম্বার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল মহিলা পুলিশ বসতবাড়ি থেকে রুনা আক্তারকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, ২০২২ সালের মার্চে কক্সবাজারের আদালত চত্বরে কথিত গণধর্ষণের মামলা দায়ের করেন রুনা আক্তার। মামলাটি আদালত কর্তৃক মিথ্যা প্রমাণিত হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তি রাশেল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(২) ধারার ওই মামলার বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করেন আদালতে। এই মামলায় রুনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-