কক্সবাজারে দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক •

দেশের অন্যতম আপোষহীন পত্রিকা দৈনিক মানবজমিনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে কক্সবাজার অফিসে কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মানবজমিন পত্রিকার জেলা অফিস প্রধান রাসেল চৌধুরী একঝাঁক সাংবাদিকদের নিয়ে রজতজয়ন্তী উদযাপন করেন।

এসময় সাংবাদিকদের মধ্যে জাবেদ শাহীন, আমানুল হক বাবুল, সায়ীদ আলমগীর, ওয়াহিদ রুবেল, আমিরুল ইসলাম রাশেদ, শাহীন মাহমুদ রাসেল, শাহী কামরান, আবদুল্লাহ নয়ন, তাহজিবুল আনাম,মো: নাজিম উদ্দীন, আবদুল্লাহ আল আজিজ, মাসেদুল হক আরমান, ইমরান আল মাহমুদ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন দৈনিক মানবজমিন পত্রিকা পড়ার আনন্দই অন্যরকম। এই এক আলাদা অনুভূতির নাম। আর সাংবাদিক জগতের অন্যতম দিকপাল মতিউর রহমান চৌধুরী। তার সৃষ্টি দৈনিক মানবজমিন, পত্রিকা হিসেবে বাংলা ভাষাভাষীদের মাঝে পত্রিকার ভিন্নতা খুঁজে পেয়েছে।

বক্তার দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক দেশবরেণ্য সাংবাদিক মতিউর এর সমৃদ্ধি কামনা করেন এবং পত্রিকার রজতজয়ন্তীতে শুভ কামনা করলেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরও খবর