নিজস্ব প্রতিবেদক •
কক্সবাজার শহরের প্রধান সড়কের হোটেল সী বার্ড থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত নারীর নাম জেসমিন আক্তার (২৭)। হোটেলের রেজিস্টার অনুযায়ী তার ঠিকানা বাগেরহাট উল্লেখ করা হয়েছে।
হোটেল কর্মচারী নাছির জানান, জেসমিন আক্তার বুধবার সকালে তার স্বামী পরিচয় দিয়ে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তির সাথে হোটেলে উঠেন। বিকালে তাদের কোন সাড়াশব্ধ না পেলে বিষয়টি সন্দেহজনক মনে হলে ৯৯৯ এ কল দিয়ে পুলিশ এসে রুমের দরজা খুলে উক্ত নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে স্বামী পরিচয় দানকারী মোস্তাফিজুর রহমানের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
এদিকে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জিঙ্গাসাবাদের জন্য হোটেল মালিকের ছেলেসহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-