মো. নাছির উদ্দিন •
ফেব্রুয়ারির একুশ তারিখ
ফিরে ফিরে আসে
বাংলা ভাষা শক্তি হয়ে
প্রাণে প্রাণে হাসে।
ফুলে ফুলে সাজে মিনার
শহীদ হাসে সুখে
প্রাণের সুরে ভাষাগীতি
ফুটে মুখে মুখে।
বাংলা ভাষা প্রাণের ভাষা
বিশ্ব বিবেক জানে
বাঙ্গালিরা বীরের জাতি
সর্বলোকে মানে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-