গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফ সদর ইউনিয়নে পবিত্র কুরআন’র হাফেজ ছোট ছোট কোমলমতি কিশোরদের অংশ গ্রহনে হিফজুল কুরআন প্রতিযোগীতা “চেয়ারম্যান অ্যাওয়ার্ড ২০২৩” অনুষ্টিত হয়েছে।
আলেম সমাজদের সাথে দফায় দফায় মতবিনিময় করার মাধ্যমে ১৩ ফেব্রুয়ারী (সোমবার) অত্র ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ নিজ উদ্যোগে কুরআন প্রতিযোগীতার এই মহতি অনুষ্টানের আয়োজন করেছেন।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ’র সাবেক এমপি আলহাজ্ব আব্দুর রহমান বদি।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, পৌরসভার কাউন্সিলার আব্দুল্লাহ মনির, ইউপি সদস্য,সদস্যা ও বিভিন্ন এলাকা থেকে আগত আলেমগণ।
তথ্য সুত্রে দেখাযায়, চেয়ারম্যান এ্যাওয়ার্ড-২০২৩ হিফজুল কুরআন প্রতিযোগীতায় অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অবস্থিত প্রায় ৪০টি দ্বীনি শিক্ষা প্রতিষ্টান গুলো থেকে ১৫ বছর বয়সি সর্বমোট ৬২ জন কুরবনে হাফের অংশ গ্রহন করেছেন।
এর মধ্যে বিচারক মন্ডলী ১ম,২য়,৩য় প্রতিযোগীসহ মোট ১০ জন কুরআন’র পাখিকে বাছাই করেন।
পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি আব্দুর রহমান বদি বলেন, দ্বীনি শিক্ষার মান উন্নয়নে চেয়ারম্যান এ্যাওয়ার্ড হিফজুল কুরআন প্রতিযোগিতাকে আরও প্রসার করার জন্য আয়োজকদের প্রতি অনুরোধ জানান,পাশাপাশি অত্র উপজেলার কুরআন’র পাখিদেরকে সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম “চেয়ারম্যান এ্যাওয়ার্ড-২০২৩” হিফজুল কুরআন প্রতিযোগীতার এই মহতি উর্দ্দোগটি সফল ভাবে বাস্তবায়ন করার জন্য চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ অত্র ইউপির সকল মেম্বারদেরকে সাধুবাদ জানান।
টেকনাফ সদর ইউনিয়ের মত উপজেলার প্রত্যেক ইউনিয়নে পবিত্র কুরআন’র এই প্রতিযোগীতা চালু করলে অত্র উপজেলার দ্বীনি শিক্ষা আরও বেগবান হবে বলে অভিমত প্রকাশ করেন।
এই মহতি অনুষ্টানের প্রধান আয়োজক চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ তার বক্তব্যে হিফজুল কুরআন’ প্রতিযোগীতাটি সফল ভাবে সম্পন্ন করার জন্য আগত অতিথি ও অত্র পরিষদের সকল সদস্য,সদস্যা,আয়োজক কমিঠির সদস্যবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামীতে হিফজুল কুরআন’র এই অনুষ্টানটি যেন আরো বড় আকারে করার প্রত্যয় ব্যাক্ত করে দলবত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করে দোয়া চেয়েছেন।
“চেয়ারম্যান এ্যাওয়ার্ড ২০২৩” যে সমস্ত কুরআন’র পাখিরা বিজয়ী হয়েছেন…
তারা হচ্ছে, চেয়ারম্যান এ্যাওয়ার্ড-২০২৩ এর ফলাফলের সেরা দশ বিজয়ী।
১ম-মো: উসমান, পিতা : নুর মোহাম্মদ-মা’হাদ ইবনে মাসউদ(রাঃ) ডেইল পাড়া।
২য়-রবিউল হাছান,পিতা : নুরুল আমিন-মা’হাদ ইবনে মাসউদ (রাঃ) ডেইল পাড়া।
৩য়-ওমর ফারুক,পিতা : মো: আবদুল্লাহ-ইউনুছিয়া তা’লিমুল কুরআন, বড় হাবিব পাড়া।
৪র্থ-মোহাম্মদ হোছাইন রুমি,পিতা : হাবিবুর রহমান-তা’লিমুল কুরআন হিফজ মাদরাসা, নতুন পল্লান পাড়া।
৫ম-ওয়াহিদুর রহমান,পিতা : হাজী হোছাইন আলী-আশরাফিয়া রাওজাতুল জান্নাহ হিফজ খানা, খোনকার পাড়া
৬ষ্ঠ-মোহাম্মদ আতিকুল আমিন,পিতা : মো: আমিন-মাদরাসা তা’লিমুল উম্মাহ্, হাজম পাড়া।
৭ম-রাশেদুর রহমান,পিতা : রহমত উল্লাহ্-মাদরাসা তা’লিমুল উম্মাহ্, হাজম পাড়া।
৮ম-মুহাম্মদ ইব্রাহীম,পিতা : আবদু ছালাম-রওজাতুল জন্নাহ্ এবতেদায়ী মাদরাসা,উত্তর ডেইল পাড়া।
৯ম- মোঃ রিয়াজ উদ্দিন,পিতা : মোঃ আয়ুব-হযরত ফাতেমাতুজ্জুহুরা,মৌলভী পাড়া।
১০ম-মোহাম্মদ হোসেন,পিতা : মৌঃ ছৈয়দ হোছাইন-আল জামিয়া আল আশরাফিয়া কাসেমুল উলুম, মিঠাপনিরছড়া।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-