প্রেস বিজ্ঞপ্তি •
উখিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম রফিক উদ্দিন বাবুল স্মৃতি আন্ত: ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার(১৩ ফেব্রুয়ারি) রাত ৮টায় উখিয়া প্রেসক্লাব ব্যাডমিন্টন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার। এসময় সাধারণ সম্পাদক রতন কান্তি দে, সাবেক সহ সভাপতি হুমায়ুন কবির জুশান,উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম আজাদ, উখিয়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু,দপ্তর সম্পাদক শফিউল শাহীন, সদস্যদের মধ্যে আবদুল্লাহ আল আজিজ,শহিদ রুবেল, এম ফেরদৌস ওয়াহিদ ও দৈনিক দৈনন্দিনের ইমরান আল মাহমুদ উপস্থিত ছিলেন।
উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার বলেন,” রফিক উদ্দিন বাবুল ছিলেন এতদাঞ্চলের আপোষহীন সাংবাদিক। উনার স্মৃতি হিসেবে মদিনা রাইচ মিল ক্লাবের সহযোগিতায় উখিয়া প্রেসক্লাবের আয়োজনে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে ক্লাবের সবার মাঝে বিনোদন ছড়িয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রফিক উদ্দিন বাবুল স্মৃতি আন্ত: ব্যাডমিন্টন টুর্নামেন্টের একক খেলায় রতন কান্তি দে’কে হারিয়ে হুমায়ুন কবির জুশান, এম ফেরদৌস ওয়াহিদ কে হারিয়ে কাজী হুমায়ুন কবির বাচ্চু, শফিউল শাহীনকে হারিয়ে শহিদ রুবেল এবং ইব্রাহিম মোস্তাফাকে হারিয়ে আবদুল্লাহ আল আজিজ সেমিফাইনাল নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দ্বৈত রাউন্ডের খেলা শুরু হবে এবং এককের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-