পাহাড়ি সড়ক থেকে গভীর খাদে পর্যটকবাহী বাস

চট্টগ্রাম •

চট্টগ্রাম থেকে রাঙামাটি আসা পর্যটকবাহী একটি বাস আনুমানিক ৪০ ফুট গভীর খাদে পড়ে সাত পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝুলন্ত সেতু পর্যটন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাসে থাকা যাত্রী নৈয়ব উদ্দিন জানান, পরিবার-পরিজন নিয়ে রাঙামাটি ভ্রমণ শেষে বিকালে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠেন তিনি। পথে বাসটি ব্যাক গিয়ার দিলে প্রায় ৪০ ফুট খাদে পড়ে যায়। বাসটি ৪০ জন পর্যটক নিয়ে চট্টগ্রামের পূর্ব মাদার বাড়ি রাবেয়া ওয়ার্কসপ থেকে সকালে রাঙামাটি আসে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া তিন যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তবে আমরা আসার আগে স্থানীয়রা আরও তিন জনকে উদ্ধার করেন।’

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেবব্রত ভট্টাচার্য জানান, পর্যটকবাসী বাস দুর্ঘটনায় সাত জনকে জরুরি বিভাগে আনা হয়। আসমা আক্তার (৪০) নামে গুরুতর আহত একজনকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

দুর্ঘটনার পর চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে।

আরও খবর