কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের পেকুয়ায় চোরাই মোবাইল কেনাবেচায় জড়িত এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাঁর কাছ থেকে ৪৫ টি চোরাই মোবাইল সেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) বিকেলে আটক যুবক আমজাদ হোসেন (আঙ্গু)কে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়। আমজাদ(আঙ্গু) উপজেলার টইটং ইউনিয়নের পূর্ব টইটং গ্রামের মৃত মৌলভী আবুল হোসেনের ছেলে।
ডিবি পুলিশ সূত্র জানায়, মোবাইল চোর চক্রের সদস্যরা পেকুয়া উপজেলার টইটং বাজারে রক সেইড নামের দোকানে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। বুধবার বিকেলে দোকানটিতে অভিযান চালিয়ে চোরাই মোবাইল বেচা-কেনার সময় আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর দেখানো মতে দোকানের বিভিন্ন শোকেস থেকে বিভিন্ন ব্রান্ডের ৪৫ টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় ডিবি কক্সবাজারের উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছেন।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছিলো। ২০২০ সালের সাত নভেম্বর ৬৬টি চোরাই মোবাইল নিয়ে আমজাদ হোসেনের তিন ভাই মোহাম্মদ হোসাইন, দেলোয়ার হোসাইন ও দিদার হোসাইনকে গ্রেপ্তার করেছিলো ডিবি পুলিশ। এটি খুব সক্রিয় ও শক্তিশালী একটি চক্র। এ চক্রের অপর সদস্যদের ধরার চেষ্টা চলছে।
মামলার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, ডিবির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামী আমজাদ হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-