টেকনাফ অফিস •
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩০ হাজার ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার থেকে টেকনাফ সমুদ্রেপথে ইয়াবা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালায়। শাহপরীর দক্ষিণপাড়া থেকে আনুমানিক ৩ দশমিক ৮ নটিক্যাল মাইল দক্ষিণে মিয়ানমার সীমান্ত থেকে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার জন্য সংকেত দেওয়া হয়।
কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢেউয়ের মুখে পড়ে নৌকায় থাকা দুইজন একটি বস্তাসহ পানিতে পড়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাসহ ২ জনকে উদ্ধার করে এবং বস্তাটিতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দুজনই বাংলাদেশের নাগরিক এবং সেন্টমার্টিনের স্থায়ী বাসিন্দা। তারা ট্যুরিস্ট সিজনে প্রতি বছরই মিয়ানমার থেকে ছোট ছোট ইয়াবার চালান নিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে বাংলাদেশে নিয়ে আসে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-