কক্সবাজার প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় বেলাল উদ্দীন (৪০) নামে এক ড্রাইভারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বেলাল উদ্দীন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ আনিস পাড়ার মফজল আহমেদের ছেলে ও লেগুনা (ছারপোকা) চালক ।
আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ নয়াপাড়ায় বেতুয়াবাজার ব্রিজের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সকাল ১০টায় কৃষকরা মরিচ ক্ষেতে বেলালের লাশ দেখতে পেয়ে কৃষকরা মাতামুহুরি তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মৃতদেহের মাথায় হাতে ও অণ্ডকোষে কোপের আঘাতের চিহ্ন দেখতে পান বলেও তিনি জানান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, লাশ উদ্ধারের ঘটনা শুনে আমি ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-