টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ অফিস •

কক্সবাজারের টেকনাফের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর টেকনাফ ডিএনসি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকা ও হ্নীলা থেকে তাদের আটক করা হয়েছে।

টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার হোটেল দ্বীপ প্লাজায় অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার শামসুল আলমের ছেলে মো. শফিক (১৯) এবং আলতাজ আহমদের ছেলে আল শাহাদাতকে (২৫) ১০ হাজার ইয়াবা এবং কায়ুকখালী পাড়া এলাকার মৃত মুজাহার মিয়া ওরফে মুজাহার কন্ট্রাকটরের ছেলে সোহেল রানাকে ২০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২০ হাজার ইয়াবার মালিক একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে আবুবক্কর সিদ্দিক ওরফে মুসম্মনি (৪১)।

অপরদিকে, উপজেলার হ্নীলা এলাকার আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি’র জাফর আহমদের ছেলে সৈয়দ নুরকে (২২) ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক চার জন এবং আবুবক্কর সিদ্দিককে পলাতক আসামি করে মামলা করা হবে। জব্দ মাদকসহ আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর