ফরিদুল আলম দেওয়ান •
পরিবারে আর্থিক সচ্ছলতার আশায় সৌদি আরবে গিয়ে আর ফিরে আসা হলো না মহেশখালীর প্রবাসী মোঃ রাসেলের। দেখা হলো না স্ত্রীর কোলে আসা ৬ মাসের সন্তানের মুখ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সৌদি আরব সময় সকাল সাড়ে ৮টায় আবাহা জেলার আল নামাস এলাকায় নির্মাণাধীন ভবনের নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে ৭ তলা থেকে পড়ে মারা যান সে।
নিহত মোঃ রাসেল (৩৪) মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহির পাড়া গ্রামের মোঃ খাইরুল আমিনের পুত্র।
সৌদি আরবে ঘটনাস্থলে থাকা নিহতের সহকর্মী প্রবাসী মহেশখালির হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামের মৃত নুরুল হকের পুত্র রুহুল কুদ্দুস জানান, নিহত মোঃ রাসেল আমাদের সাথে একই বিল্ডিং এ বসবাস করত। গত বছর দেশে গিয়ে বিয়ে করে ৫/৬ মাস পরে আবার প্রবাসে চলে এসেছে। ৬ মাস পূর্বে তার স্ত্রীর কোলজুড়ে আসে একটি সন্তান। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় আল নামাস এলাকার ৯ তলা একটি ভবনে মেশিন দিয়ে বালি তোলার কাজ করছিল রাসেল। এ সময় অসাবধানতাবশত ৭ তলা থেকে পড়ে মারাত্মক আহত হয় সে।
আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন তার লাশ হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তার লাশটি দেশে পাঠানোর ব্যবস্থা চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-