জামিয়া তাওহীদিয়া কোটবাজার’র বার্ষিক সভা বৃহস্পতিবার

এম. কলিম উল্লাহ:
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের কোটবাজারের পশ্চিম পার্শ্বে অবস্থিত মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া তাওহিদিয়া মহিলা শাখা ও আওয়ারুল হারামাইন বালক শাখার বার্ষিক সভা ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুফাক্কিরে ইসলাম আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ্
মুহতামিম, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম। মহাসচিব, আঞ্জুমানে ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ (ক্বওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হাফেজ মাওলানা নুরুল কাদের শাকের প্রতিষ্ঠাতা পরিচালক, দারুল ইরফান মাদ্রাসা, চকরিয়া। মাওলানা মুহাম্মদ আব্দুর রহিম পরিচালক, জামিয়া ইসলামিয়া মারকাযুল আছারী।

আমন্ত্রিত ওয়ায়েজীনে কেরাম, মাওলানা ইকবাল হোসাইন রহমানী সহকারী পরিচালক, মাদ্রাসাতুন নূর উখিয়া, কক্সবাজার। হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ সিনিয়র শিক্ষক, ফাতেমাতুজ জাহরা বালিকা মাদ্রাসা, কোর্টবাজার। হাফেজ মাওলানা মাহমুদুল হক পরিচালক, মা’হাদ ওসমান বিন আফ্ফান (রাঃ) মাদ্রাসা। হাফেজ মাওলানা সাঈদ হোসাইন আশরাফী শিক্ষা পরিচালক, মাদ্রাসাতুন নূর উখিয়া, কক্সবাজার।
মাওলানা বেলাল উদ্দিন পেশ ইমাম, কোর্টবাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মাওলানা হামিদ উল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক, কারিমিয়া ফয়জুল উলুম মাদ্রাসা, সোনাইছড়ি।
সভাপতিত্ব করবেন, আল্লামা হাফেজ ফরিদ আহমদ তাওহিদী প্রতিষ্ঠাতা, অত্র মাদ্‌রাসা ও খতিব, বায়তুন নূর জামে মসজিদ।

সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়ে দোয়া চেয়েছেন হাফেজ মাওলানা ইকবাল হোসাইন পরিচালক,
জামিয়া তাওহিদিয়া কোটবাজার মহিলা মাদ্রাসা ও
আওয়ারুল হারামাইন বালক মাদ্রাসা।

আরও খবর