কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলের পর শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি •

কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্র সৈকতে মারা গেল ইসরাত জাহান কলি (১৩) নামের এক শিশু। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সৈকতের সীগাল পয়েন্টে শিশুটি মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।

ইসরাত জাহান বান্দরবান জেলার লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার মোহাম্মদ ইসহাকের মেয়ে।

মো. মাসুম বিল্লাহ বলেন, ‘সকালে ইসরাত বাবা-মাসহ পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে আসেন কক্সবাজারে। পরিবারের সবাই সৈকতে ঘোরাঘুরি ও সমুদ্রস্নান শেষে বালিয়াড়িতে উঠে আসেন।

দুপুর ১টার দিকে তারা বাড়ি ফেরার সময় সৈকতের বালিয়াড়িতে অজ্ঞান হয়ে পড়ে যায় ইসরাত জাহান কলি। স্বজনরা তাৎক্ষণিক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাসুম বিল্লাহ আরো জানান, শিশুর স্বজনদের মৃত্যুর ঘটনায় কোনো আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ হস্তান্তর করা হবে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, বেলা দেড়টায় শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও খবর