ডেস্ক রিপোর্ট •
টগবগে কিশোর ইমতিয়াজের প্রাণ গেলো শখের মোটরসাইকেল দূর্ঘটনায়। হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সোমবার (৬ ফেব্রুয়ারী) সকালে তার মৃত্যু হয়।
নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী (১৮) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া গ্রামের প্রবাসী মনজুর আলমের বড় ছেলে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে তার নিজ এলাকা নতুন অফিসে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামস্থ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় ।
এদিকে টগবগে কিশোরের মর্মান্তিক মৃত্যুর সংবাদ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্বজন,এলাকাবাসী ও বন্ধু মহলে শোকের আবহ সৃষ্টি হয়।পরিবারে চলছে বুকফাটা আহাজারি।
উল্লেখ্য, বিগত মাস তিনেক পূর্বে তার প্রবাসী চাচা মনছুর আলম ভাতিজাকে শখের এ মোটরসাইকেলটি ক্রয় করে দেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-