চকরিয়া প্রতিনিধি •
কক্সবাজারের চকরিয়ায় একটি আবাসিক হোটেল থেকে মহিউদ্দীন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসদরের সিটি আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্ত্তী।
তিনি বলেন, পৌরসদরের সিটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লেখা আছে- দুই বন্ধুর কাছ থেকে পাওনা টাকা উদ্ধার করতে না পেরে আত্মহত্যা করেছে ওই যুবক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষপানে ওই যুবক আত্মহত্যা করেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-